• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কিশোরগঞ্জে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

কিশোরগঞ্জ ও ভৈরব প্রতিনিধি

  ১৫ আগস্ট ২০১৮, ১৯:৫৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস-সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।

ভৈরব হাইওয়ে থানার ওসি নুরে আলম আরটিভি অনলাইনকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ (বুধবার) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কোনাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ঘাতক চালককে আটক করতে না পারলেও বাসে আগুন ধরিয়ে দেয়। এতে যান চলাচল ব্যহত হয়।
-------------------------------------------------------
আরও পড়ুন : বেলকুচি থেকে কোটা সংস্কার আন্দোলনের নেত্রী গ্রেপ্তার
-------------------------------------------------------

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়িটি দুমড়ে-মুছড়ে যায় এবং চালকসহ ৩ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আহত হন আরও দুইজন। তাৎক্ষণিক নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।