• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া দুদক কর্মকর্তা আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৪ আগস্ট ২০১৮, ১৮:৫১

চট্টগ্রামের সদর থানা সাব রেজিস্ট্রি অফিসে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে রেজাউল ইসলাম চৌধুরী নামে একজনকে আটক করেছে পুলিশ ও দুদক কর্মকর্তারা।
মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়েছে।

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন আরটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুদক জানতে পারে ভুয়া পরিচয় দিয়ে সাব রেজিস্টার অফিসার চাঁদাবাজি করছেন রেজাউল। এই সংবাদের ভিত্তিতে পুলিশ ও দুদক অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

লুৎফুল কবির চন্দন জানান, এর আগে বৃহস্পতিবারও রেজাউল চার-পাঁচজনকে নিয়ে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। ওইদিন সুবিধা করতে না পেরে আজ পুনরায় সেখানে আসেন। এসে চাঁদা দাবি করতে থাকলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
-----------------------------------------------------------------------
আরও পড়ুন : লাইসেন্স প্রক্রিয়া জটিল তাই দালালই ভালো: ভুক্তভোগী (ভিডিও)
----------------------------------------------------------------------

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অনেক দিন ধরেই রেজাউল ইসলাম এ ধরনের প্রতারণায় যুক্ত বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি আটক
X
Fresh