• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাতক্ষীরায় ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

  ১৪ আগস্ট ২০১৮, ১৪:৫৯

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় স্কুলের উত্তেজিত ছাত্র-ছাত্রীরা ঘাতক ট্রাকটিকে আটক করে তার চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

মঙ্গলবার সকালে পারুলিয়া-আশাশুনি সড়কের বদরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম তিথী স্বর্ণকার (১৩)। সে উপজেলার কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে ও বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

আটক ট্রাক ড্রাইভার ও হেলপারের নাম এখনও জানা যায়নি। তবে তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ আরটিভি অনলাইনকে জানান, সকালে তিথী বাইসাইকেল করে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে পারুলিয়া-আশাশুনি সড়কের বদরতলা নামক স্থানে পৌঁছলে সিমেন্ট ভর্তি একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিথী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এসময় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা ঘাতক ট্রাকটিকে আটক করে চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে আশাশুনি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh