• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনের ঘটনায় পুলিশের মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৩ আগস্ট ২০১৮, ১৪:০৬

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের টানা আন্দোলনের ঘটনায় মামলা হয়েছে।

রোববার ১২ আগস্ট গভীর রাতে সদর মডেল থানায় এসআই মাসুদ রানা বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলায় বেআইনিভাবে অবস্থান, ভাংচুর, রাষ্ট্রীয় কাজে বাধা ও আর্থিক ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গেলো ৫ আগস্ট সকাল থেকে এসআই মাসুদ রানার নেতৃত্বে তার টিম শহরের চাষাঢ়ায় ডিউটি পালন করছিল। ওইদিন সকাল সাড়ে ১০টায় চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে ৫০ থেকে ৬০ জন অবস্থান নেয়। পরে তারা চাষাঢ়া গোলচত্বরে অবস্থান করে চারটি সড়ক বন্ধ করে দেয়। তখন পুলিশ তাদের বাধা ও রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে ব্যর্থ হয়। পরে অবস্থান নেয়া ওই সময়ে এসব উত্তেজিত ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা জনতা পুলিশকে উল্টো হুমকি দেয়। তারা পুলিশকে রাষ্ট্রীয় কাজে বাধা দেয়। তখন তারা ৫টি অটোরিকশা ভাংচুর করে। একপর্যায়ে পুলিশের উপর হামলা করে পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানা ওসি তদন্ত আব্দুর রাজ্জাক মামলার কথা আরটিভি অনলাইনকে স্বীকার করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh