• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

স্থায়ী কমিটির সিদ্ধান্তের পর প্রার্থী দিবে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ১৬ নভেম্বর ২০১৬, ১৪:৪২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর বিএনপিতে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। নির্বাচনে অংশগ্রহণ এবং কাকে প্রার্থী দেয়া হবে তা দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, দলের দীর্ঘদিনের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। এ নিয়ে সংগ্রাম করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ অবস্থায় ফের স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি করপোরেশন নির্বাচনে দলটি অংশ নেবে কি না তা নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে স্থানীয় নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠ ছেড়ে দেবে না বিএনপি এমনটিই ইঙ্গিত পাওয়া গেছে দল থেকে।

নারায়ণগঞ্জ নগর বিএনপি সেক্রেটারী এটিএম কামাল জানান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দলীয় সর্বোচ্চ ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারকে এককভাবে ফাঁকা মাঠ ছেড়ে দেয়া হবে না।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, এ ব্যাপারে আলোচনা করা হচ্ছে। নারায়ণগঞ্জের পরিস্থীতি সর্ম্পকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জানিয়েছি, দল যে সিদ্ধান্ত দিবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এদিকে ২২ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত রেখে সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমদ। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা নেয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই, ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার।

এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মো: নূরুজ্জামান তালুকদার। সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় ভোট। তবে দলীয় প্রতীকে ভোট হবে এবারই প্রথম।

সিটি করপোরেশন প্রকাশিত তথ্যে অনুযায়ী, এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২লাখ ৪১ হাজার ৮৮৩ জন। মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ১৩৪ জন। সম্ভাব্য ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ২৬১টি এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১ শ’ ৭৩টি। সাধারণ আসন ২৭টি। সংরক্ষিত আসন ৯টি ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh