• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেঘনায় গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৩ আগস্ট ২০১৮, ০৮:২৪
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে ইয়াসিন(৭) ও বিন ইয়ামিন(৭) নামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার হাড়িয়া গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ইয়ামিন একই এলাকার সালাউদ্দিনের ছেলে। সে স্থানীয় মুনলাইট কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

-------------------------------------------------------
আরও পড়ুন : বস্তির আগুনে পুড়ে মরলো শিকলবন্দী প্রতিবন্ধী যুবক
-------------------------------------------------------

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় রোববার দুপুরে গোসল করতে নামে ইয়াসিন। এসময় স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে বিন ইয়ামিন। প্রচণ্ড স্রোতের কারণে সেও পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন দুই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি অনলাইনকে জানান, বিকেলে লোকমুখে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই দুপুরে ঘটনার পর পর নিহত দুই স্কুল ছাত্রের মরদেহ পরিবারের স্বজনরা দাফন সম্পন্ন করে ফেলেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
X
Fresh