• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে ১০ কোটি ২০ লাখ টাকার ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি

  ১২ আগস্ট ২০১৮, ১২:৫৬

কক্সবাজারের টেকনাফ থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১০ কোটি ২০ লাখ টাকা।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে টেকনাফ সদরে নাজিরপাড়ার বিজিবির বিশেষ টহল দল নাফ নদী সংলগ্ন রহমানের মৎস্য খামার এলাকায় অভিযানে যায়। রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জন লোককে একটি বস্তা নিয়ে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
X
Fresh