• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রী পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন ৫ সেপ্টেম্বর: রেলমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি

  ১১ আগস্ট ২০১৮, ২০:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর মাওয়ায় এসে পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ পরিদর্শনে এসে মন্ত্রী একথা বলেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করে দেখান। পদ্মাসেতু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর উদ্যোগে নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে রেল যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই যাবে। পদ্মা সেতুর ওপর দিয়ে রেল সংযোগের উদ্বোধন করবেন তিনি।

মন্ত্রী আরও বলেন, রেললাইন ঢাকা থেকে মাওয়া ক্রস করে জাজিরা, ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর যাবে। খুব দ্রুতই রেললাইনের কাজ শুরু করা হবে। অন্যান্য যানবাহনের সঙ্গে যাতে ট্রেন চলে সেই লক্ষ্যে কাজ চলছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনে উঠে গেল বাস, প্রাণে বাঁচল হাজারও যাত্রী 
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
ট্রেনের ভাড়া বাড়ছে ৪ মে থেকে
রেলস্টেশনে বসেছে ভেন্ডিং মেশিন, যাত্রীরাই কাটবে নিজের টিকিট
X
Fresh