• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয়পুরহাটে নৈশ প্রহরীকে খুন করে এটিএম বুথের টাকা চুরির চেষ্টা

জয়পুরহাট প্রতিনিধি

  ১০ আগস্ট ২০১৮, ২০:২৬

জয়পুরহাট শহরে কটি টয়লেট থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বুথের নৈশ প্রহরী শফিকুল ইসলামের (৩২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে এটিএম বুথ ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বুথ থেকে টাকা চুরি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে জেলা শহরের বাটার মোড়ে হাবিব ম্যানশনের বুথে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বামনপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসান আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার সকালে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের বুথের শার্টার ভাঙা দেখে বুথে চুরি হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বুথের ভেতরে লকার ভাঙা অবস্থায় দেখতে পায়, প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে দুর্বৃত্তরা লকার ভেঙে বুথে চুরির চেষ্টা করেছিল তবে বুথ থেকে কোন টাকা চুরি হয়নি।

তিনি বলেন, ঘটনার পর থেকে শফিকুল ইসলাম নামে দায়িত্বরত নৈশ প্রহরী নিখোঁজ ছিলেন কিন্তু অনেক খোঁজাখুঁজির পর বাটার মোড় এলাকার হাবিব ম্যানশন ভবনের একটি টয়লেট থেকে বিকেলে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারনা নৈশ প্রহরীকে হত্যা করে দুর্বৃত্তরা বুথে চুরির চেষ্টা চালিয়েছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল ভিসায় এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক
রোজায় বিনা পয়সায় যে হোটেল সেহরি-ইফতার করায়
তুচ্ছ ঘটনায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
জয়পুরহাটের মাঠে বাহুবলী টমেটো
X
Fresh