• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বল খুঁজতে গিয়ে ২ ভাইসহ তিনজনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১০ আগস্ট ২০১৮, ১৯:৫৫

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে দুইভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে খুলশীর ডিজেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমরান হোসেন ইমু (২৯), মো. রুবেল প্রকাশ ড্যানিস (২০) এবং মো. সিফাত (১৫)। এদের মধ্যে ইমু ও ড্যানিস ভাই। তারা আকরাম হোসেনের ছেলে। সিফাতের বাবা মিজানুর রহমান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

-------------------------------------------------------
আরও পড়ুন : চাহিদার তুলনায় ২ হাজার পশু বেশি যশোরে
-------------------------------------------------------

আলাউদ্দিন তালুকদার বলেন, বিকেলে খেলার মাঠে বল খেলতে গেলে একটি বল সেপটিক ট্যাংকটিতে পড়ে যায়। বলটিতে খুঁজতে গিয়ে সিফাত নামে একটি শিশু ট্যাংকটিতে পড়ে যায়। তাকে ড্যানিস নামে একজন বাঁচাতে গেলেও তিনিও পড়ে যায়। পরে ড্যানিসের ভাই তাদেরকে তুলতে গেলেও তিনিও পড়ে অজ্ঞান হয়ে যায়।

তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় অপারেশনের সময় ২ প্রসূতির মৃত্যু
পাটগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh