• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পৌনে দুই ঘণ্টা পর চট্টগ্রামে রেলের টিকিট বিক্রি শুরু

চট্টগ্রাম প্রতিনিধি

  ১০ আগস্ট ২০১৮, ১৩:১২

চট্টগ্রাম রেলস্টেশনের নেটওয়ার্ক ক্যাবল কাটা পড়ে সার্ভার বিকল থাকায় আগাম টিকিট বিক্রি এক ঘণ্টা ৪০ মিনিট বন্ধ ছিল। ঈদ-উল-আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন শুক্রবার সকাল নয়টা ৪০ মিনিট পর্যন্ত কোনও টিকিট বিক্রি করা যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ আরটিভি অনলাইনকে বলেছেন, নগরীর সদরঘাট এলাকায় ক্যাবল কাটা পড়ার কারণে সার্ভার বিকল হয়ে গিয়েছিল। পরে সকাল নয়টা ৪০ মিনিটের দিকে সার্ভার সচল হওয়ায় টিকিট বিক্রি শুরু হয়।

ফলে আগে থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা টিকিট প্রত্যাশীরা দুর্ভোগে পড়েন। ১৯ আগস্টের টিকিট পেতে চট্টগ্রাম স্টেশনে আজ ছিল উপচে পড়া ভিড়।

টিকেটে নিতে আসা রোকেয়া আক্তার নামে এক যাত্রী আরটিভি অনলাইনকে বলেন, ভোর পাঁচটায় এসে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু টিকিট বিক্রি প্রায় দুই ঘণ্টার মতো বন্ধ ছিল। আমাদের কষ্টের শেষ নেই।