• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লালমনিরহাটে একই ট্রাকের পৃথক দুটি ধাক্কায় নিহত চার

লালমনিরহাট প্রতিনিধি

  ০৯ আগস্ট ২০১৮, ২৩:৪৪

লালমনিরহাটে একই ট্রাকের পৃথক দুটি ধাক্কার ঘটনায় চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে বুড়িমারী মহাসড়কের বিডিআর ক্যান্টিন মোড় এলাকায় বুড়িমারী স্থলবন্দর থেকে আসা বগুড়াগামী ট্রাকটি একটি রিকশাকে ধাক্কা দেয়।

এই ঘটনায় লালমনিরহাট ভূমি রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারী জাহাঙ্গীর হোসেন, মোতালেব মিয়া এবং রিকশাচালক দুলাল মিয়া নিহত হন। জাহাঙ্গীর ও মোতালেবের বাড়ি জেলার পাটগ্রাম উপজেলায়। দুলাল আদিতমারী উপজেলার খাতাপাড়া মাঝারে।

এদিকে ট্রাকটি শহরের সেনা মৈত্রী মার্কেট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোকে ধাক্কা দিলে অটোচালকসহ চার যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, মহেন্দ্রনগর থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

-------------------------------------------------------
আরও পড়ুন : রাগীব আলী ও তার ছেলের সাজা বহাল
-------------------------------------------------------

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
X
Fresh