• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাওয়ার ট্রলির ধাক্কায় নারী নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ০৯ আগস্ট ২০১৮, ১৩:৫৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পাওয়ার ট্রলির ধাক্কায় সুফিয়া আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ঘাতক চালক মুরাদকে আটক করে।

এ ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এবং আটক চালককে থানায় নিয়ে আসে।

নিহত সুফিয়া রায়পুর বেঙ্গল স্যু ফ্যাক্টরির শ্রমিক এবং সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া আরটিভি অনলাইনকে জানান, প্রতিদিনের মতো সকালে সুফিয়া কর্মস্থল বেঙ্গল স্যু ফ্যাক্টরিতে যাচ্ছিল। এসময় রাখালিয়া এলাকায় পৌঁছলে বালুবাহী একটি ট্রলি তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসময় অন্য শ্রমিকরা খবর পেয়ে ট্রলি চালককে আটক করে রাখে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত চালকের বিচারের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

ওসি আরও জানান, ঘাতক ট্রাক্টর ও চালক মুরাদ হোসেনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
X
Fresh