• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে জেব্রা ক্রসিং তৈরির কাজ দ্রুত সময়ে শেষ হবে : মেয়র

চট্টগ্রাম ব্যুরো

  ০৮ আগস্ট ২০১৮, ১৯:১৮

নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর সর শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা ও গুরুত্বপুর্ণ স্থানে জেব্রা ক্রসিং তৈরির কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। জানালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার সকালে নগরীর জামালখানের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় জেব্রা ক্রসিং তৈরির কাজ পরিদর্শন গিয়ে তিনি এ কথা জানান।

এ সময় মেয়র বলেন, জেব্রা ক্রসিং করা হচ্ছে যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তা ব্যবহার করে নিরাপদে রাস্তা পারাপার হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ সেচতন নয়। জেব্রা ক্রসিং এর পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়ে যাচ্ছে। পাশাপাশি গাড়ির চালকদেরও জেব্রা ক্রসিং সম্পর্কে ধারনা নেই।

মেয়র আরও বলেন, গাড়ি চালকদের জেব্রা ক্রসিং সম্পর্কে সচেতন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে গাড়ি মালিক-শ্রমিক সংগঠনের সাথে কাজ করবে।

এ সময় মেয়রের সঙ্গে চট্টগ্রাম জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন উপস্থিত ছিলেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh