• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিলাদের খাবার খেয়ে ৪৫ শিক্ষার্থী অসুস্থ

পটুয়াখালী প্রতিনিধি

  ০৮ আগস্ট ২০১৮, ১৩:০৭

পটুয়াখালীতে খাদ্যে বিষক্রিয়ায় অন্তত ৪৫ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৫ শিক্ষার্থীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলের দিকে শহরের জান্নাতুন নেছা হাফিজি মাদরাসায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলো- উম্মে হাবিবা, জান্নাতুল নেকি, মাহাবুবা আক্তার, মরিয়ম বেগম, তানজিলা আক্তার, জায়েদা বেগম, সুরাইয়া আক্তার, মারজানা আক্তার, সানজিদা আক্তার, মানসুরা বেগম, হালিমা আক্তার, জুবায়েদা আক্তার, মরিয়ম জাহান ও রাবেয়া বেগম।

এসব শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে এবং এরা সবাই শহরের জান্নাতুন নেছা হাফিজি মাদরাসার ছাত্রী। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।