• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গুজব ছড়ানোয় চট্টগ্রামে ছাত্র ফেডারশেনের দুই নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ আগস্ট ২০১৮, ১৮:৫১

শিক্ষার্থীদের আন্দোলনে উসকে দেয়ার জন্য গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে আটক ছাত্র ফেডারেশনের দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

সোমবার গভীর রাতে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয় বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

মামলার আসামিরা হলেন-চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন (২৩), রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ (২০), ইমদাদুল হক প্রকাশ আশিক (২৪) ও আব্দুল্লাহ আল সাহেদ (২০)।

ওসি মহসিন বলেন, ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
X
Fresh