• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পদ্মায় নাব্য সংকটে ফেরি চলাচল ব্যহত, পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

মাদারীপুর প্রতিনিধি

  ০৭ আগস্ট ২০১৮, ১০:৩২

পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে চার দিন ধরে ব্যহত হচ্ছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। এতে ঘাটের উভয় পাশে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন আরটিভি অনলাইনকে জানান, হঠাৎ করে পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে দেখা দেয় নাব্য সংকট। ফলে গেল শুক্রবার রাত ১১টা থেকে এই নৌরুটে চলাচলকারী তিনটি রো রো ফেরি ও দুইটি ডাম্ব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাকি ১৪টি ফেরি বিকল্প চ্যানেল দিয়ে চলাচল করায় পড়ছে স্রোতের মুখে। এতে সময় লাগছে দ্বিগুণ। ফলে ভোগান্তি বাড়ছে যাত্রী ও চালকদের। ফেরি চলাচল ব্যহত হওয়ায় ঘাটের উভয় পারে প্রতিদিনই বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সকে প্রাধান্য দিয়ে পারাপার করায় দুর্ভোগে পড়েছেন পণ্যবাহী ট্রাক চালকরা। অবশ্য, নাব্য সংকট সমস্যা সমাধানে কাজ করছে বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন :