• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থীদের তল্লাশির কারণে কাগজপত্রহীন কোনও গাড়ি রাস্তায় বের হচ্ছে না: ডিআইজি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৬ আগস্ট ২০১৮, ১৭:৩৪

শিক্ষার্থীদের তল্লাশির কারণে কাগজপত্রহীন কোনও গাড়ি রাস্তায় বের হচ্ছে না। বললেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের কয়েকটি চেকপোস্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সরকারের ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরতে শুরু করেছে। সরকারও শিক্ষার্থীদের অভিযোগ সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে।

আল মামুন বলেন, আন্দোলনের সময় গাড়ি চলাচল কম থাকায় সব গাড়ি চেক করা সম্ভব হয়েছে। কিন্তু অন্য সময় গাড়ি বেশি থাকায় সব গাড়ি চেক করা সম্ভব হয় না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, ফারুক হোসেন, নারায়ণগঞ্জ সার্কেল বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নুরুল হোসেন প্রমুখ।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়ি মালিকদের জন্য সুখবর
এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন
নতুন গাড়ি কিনে আলোচনায় নীতা আম্বানি
বঙ্গবন্ধু সেতুতে একদিনে সাড়ে ৪৩ হাজার গাড়ি পার
X
Fresh