• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জাবির ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পণ্ড, বিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৬ আগস্ট ২০১৮, ১৫:১৯

রাজধানী ঢাকার জিগাতলায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নৃশংস হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি ‘মার্চ টু ঢাকা’ প্রশাসনের পক্ষ থেকে বাস সার্ভিস না পাওয়ায় কর্মসূচি পণ্ড হয়েছে।

প্রতিবাদে বিকেল চারটায় বিক্ষোভ মিছিল করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সকাল নয়টায় তাদের ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।শিক্ষার্থীরা বারবার পরিবহন চত্বরে অফিসে বাস সার্ভিসের জন্য গেলেও প্রশাসন বাস সার্ভিস প্রদানে অস্বীকৃতি জানায়।ফলে তারা রাজধানী ঢাকার শাহবাগে যেতে পারেননি। প্রশাসন শিক্ষার্থীদের অসহযোগিতা করেছে এমন অভিযোগ তুলে বিকেল চারটায় ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল আহ্বান করেছে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, সকাল থেকে শিক্ষার্থীরা পরিবহন চত্বরে জড়ো হয়েছিল। পরিবহন অফিস থেকে বাস সার্ভিস না পাওয়ায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।