• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লাইসেন্স চাইলে ছাত্রপরিচয় জানতে চাইবেন: শামীম

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ আগস্ট ২০১৮, ২৩:৩১

যে ছাত্র রাস্তায় গাড়ির লাইসেন্স দেখতে চাইবে, তখন সে আসলে ছাত্র সে ছাত্র কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ার পরও যখন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে করে আমার আশঙ্কা হচ্ছে একটি বিশেষ শক্তি ছাত্রদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।’

শামীম ওসমান বলেন, ‘দাবি মেনে নেওয়ার পর প্রথমে যেসব ছাত্ররা মুভমেন্ট করেছিল, তারা সরে গেছে। কিন্তু এখন যারা মাঠে নেমেছে তাদের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।’

সরকারের এ সংসদ সদস্য উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গতকাল মোহাম্মদপুরে শুধু একটি টেইলার্স থেকেই আড়াই হাজার শিক্ষার্থীর ইউনিফর্ম ডেলিভারি নেওয়া হয়েছে। কারা করছে? নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে আমার নির্বাচনী এলাকায় একটি টেইলার্স থেকে আড়াইশ’ নতুন ইউনিফর্ম বানিয়ে রাতে নিয়ে যাওয়া হয়েছে এবং এদেরকে মাঠে নামানো হচ্ছে। এদের সঙ্গে জামাত-শিবির, স্বাধীনতাবিরোধী শক্তি এবং কিছু বামপন্থি দলও যুক্ত হয়েছে। এদের স্বার্থ কি?’

তিনি আরও বলেন, ‘ছোট ছোট শিক্ষার্থীদের গিনিপিক হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা সে ব্যাপারে আমি সন্দিহান। এই ইউনিফর্ম বানানোর পেছনে নির্দিষ্ট কোনও কারণ আছে। ছাত্রদের মনোবল ভেঙে দেয়া তাদের উদ্দেশ্য হতে পারে। ট্রাকে করে বিভিন্ন পয়েন্টে অপরিচিত চেহারার বহিরাগতদের মাঠে নামানো হচ্ছে। আমি নিজেও তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়নি তারা ছাত্র।’

শামীম ওসমান এই পরিস্থিতির প্রতি গুরুত্ব আরোপ করে অভিভাবকদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তি কাজ করছে বলে দাবি করেন আওয়ামী লীগের এ নেতা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
একসঙ্গে বাসাভাড়া দুই মাদরাসাছাত্রীর, ছিল বিয়ের পরিকল্পনা
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
X
Fresh