• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জালিয়াতির মাধ্যমে মোংলা বন্দরে চাকরিতে নিয়োগ, ৩১২ জনকে দুদকে তলব

সোহাগ মোল্লা, মোংলা

  ০৩ আগস্ট ২০১৮, ০৯:১০

জাল সার্টিফিকেট, কোঠা ও বয়সসীমা জালিয়াতি করে মোংলা বন্দরে চাকরি নেয়ায় কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে। কিভাবে তারা অনিয়ম করে চাকরি নিয়েছে সে ব্যাপারে দুদক তদন্ত নেমেছে বলেও জানা গেছে।

এদিকে এ ঘটনায় বন্দরের অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের খোদ চেয়ারম্যান কমোডর ফারুক হাসান এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, অনিয়ম করায় যোগ্যতা অনুযায়ী মেধাবীদের চাকরিতে সুযোগ না হওয়ায় ইতোমধ্যে বন্দরের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

অভিযোগ উঠেছে, অর্থ বাণিজ্য করে বন্দরের বিভিন্ন কর্মস্থলে কয়েকশ’ লোকজনকে চাকরি পাইয়ে দেন বন্দর কর্মচারীদের সংগঠন (সিবিএ)। বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন কর্মস্থলে নিয়োগের ক্ষেত্রে ধারাবহিকভাবে সিবিএ হস্তক্ষেপ করায় এসব অনিয়ম হয়ে আসছে বলে জানান চাকরি প্রত্যাশীদের অভিভাবকরা।

মোংলা বন্দরের ব্যবসায়ী ও একজন চাকরি প্রত্যাশীর অভিভাবক শাজাহান সিদ্দিকী বলেন, গত কয়েক বছর ধরে মোংলা বন্দরে যেভাবে নিয়োগ বাণিজ্য চলছে, তাতে আমাদের ছেলে-মেয়েরা ভালো রেজাল্ট করেও চাকরি পাবে না।