• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৮, ১৯:৩০
সংগৃহীত

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও নয় দফা দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা দফায় দফায় পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। এতে করে রংপুর-ঢাকা মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা নগরীর মেডিকেল মোড় চত্বরে ও রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা থাকলেও সকাল থেকে পুলিশ নগরীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আসতে বাধা দেয়।

তবে বেলা সাড়ে এগারটার দিকে রংপুর জেলা স্কুলের সামনে থেকে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে রংপুর নগরীর ক্যান্ট পাবলিক স্কুল ও মেডিকেল মোড় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় একটি বাস ও ট্রাক এবং একটি প্রাইভেটকার ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে ঘোষণা দেয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর সঙ্গে মুড়ি খাওয়া নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রমজানজুড়ে সুবিধাবঞ্চিতদের পাশে স্টেপ আপ ফর টুমরো
ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১২ 
X
Fresh