• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সাভারে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৮, ১৮:১৪
সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এসময় তারা বিভিন্ন গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিজেরাই চেক করে। পাশাপাশি যে চালকদের কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই সকল চালকদের ট্রাফিক পুলিশের কাছে নিয়ে গেয়ে আইন অনুযায়ী মামলা দিতে বাধ্য করে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় সাধারণ ছাত্র সমাজের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : নিরাপদ সড়কের দাবিতে নওগাঁয় মানববন্ধন
--------------------------------------------------------

এদিকে, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলেও কোনও ভাংচুর চালায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি ছাড়াও সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা পুলিশ পাহারায় বিক্ষোভ মিছিল করে।

এসময় মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংকট দেখা দেয়ায় বাসযাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
তুচ্ছ ঘটনায় সৈয়দপুরে ৩ ঘণ্টা সড়ক অবরোধ, চরম ভোগান্তি
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
X
Fresh