• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সোনাদিয়া দ্বীপ থেকে বিদেশির মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৮, ১৩:৪৩

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে সুলোমুন মোলেটা নামে ইউএনএইচসিআর-এ কর্মরত এক বিদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইথিওপিয়ার নাগরিক এবং ইউএনএইচসিআরের জেন্ডার অ্যান্ড ইমারজেন্সি প্রটেকশন অফিসার।

স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সোনাদিয়া দ্বীপে একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ সোনাদিয়া দ্বীপ থেকে ভাসমান অবস্থায় ওই বিদেশির মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল আরটিভি অনলাইনকে বলেন, আইডি কার্ড দেখে এই বিদেশির পরিচয় সনাক্ত করা হয়েছে। তিনি রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে কর্মরত ছিলেন।

একই এনজিওতে কর্মরত বাংলাদেশি এক নারীর সঙ্গে পরকীয়ার কারণে এই বিদেশি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের। এর আগে গেল তিন ধরে নিখোঁজ ছিলেন এই বিদেশি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গেল মঙ্গলবার ওই নারী ও তার স্বামীকে আটকও করেছিল কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
X
Fresh