• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জ সিটির ভোট ২২ ডিসেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৬, ১৭:০১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আসছে ২২ ডিসেম্বর ঠিক করা হয়েছে ভোটগ্রহণের দিন।

সোমবার বিকেলে কমিশন সচিবালয়ে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

আসছে ২৪ নভেম্বর মনোনায়নপত্র দাখিল এবং ২৬ ও ২৭ নভেম্বর যাচাই-বাচাইয়ের দিন ঠিক করেছে কমিশন। মনোনায়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর।

সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সিইসি অবশ্য বলেছিলেন, ‘আজ-কালের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফফিল ঘোষণা হবে। বিকেলে গেজেট প্রকাশের ওপরে নির্ভর করছে সব কিছু।’

২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম মেয়াদে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ হয়। করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরেদের প্রথম সভা হয় ২৮ ডিসেম্বর। তাই ২৭ ডিসেম্বরের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচনে ভোট হতে হবে।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh