• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৮, ০৯:১৪

চুয়াডাঙ্গা থেকে পটুয়াখালী ভায়া ঝিনাইদহ রুটে দুটি নতুন বাস চলাচল বন্ধ ও রয়েল এক্সপ্রেসের ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে সব ধরণের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য এম জেনারেল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ঝিনাইদহে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতারা মোটা অংকের চাঁদা দাবি করে পটুয়াখালীগামী রয়েল পরিবহনের দুটি বাস চলাচলে বাধা দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ওই পরিবহনের ঢাকাগামী সকল বাস ঝিনাইদহের ওপর দিয়ে চলাচল ও কাউন্টার বন্ধ করে দিয়েছে। ওই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ রুটে মোট ৬০টি বাস চলাচল করে। ওই ৬০টি ট্রিপের মধ্যে ৩০টি ট্রিপ দাবী করে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এর আগে গেলো ৩১ জুলাই দুপুরে সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেয় হয় সংগঠনের নেতারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
কোটি টাকার স্বর্ণসহ নারী চোরাকারবারি আটক
মেয়াদোত্তীর্ণ ইনজেকশন সংরক্ষণ, ২ ক্লিনিককে লাখ টাকা জরিমানা
মাদক মামলায় একজনের যাবজ্জীবন
X
Fresh