• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রতিনিধি

  ০১ আগস্ট ২০১৮, ১৪:৫০

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ঢাকায় দুই শিক্ষার্থী যে বাসের চাপায় নিহত হয়েছেন সে গাড়ির বেপরোয়া চালককে ফাঁসি দেয়ার দাবি জানায়। এছাড়া রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালানো বন্ধ করার দাবি জানায়। বিক্ষোভে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

সমবেত শিক্ষার্থীদের মধ্যে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ, বেপজা কলেজ, ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

মিছিল থেকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা এবং পদত্যাগ দাবি করে।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘পড়তে এসেছি, মরতে নয়,’ ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ।’

আরও পড়ুন:

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
রাজধানীতে মদপানে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
তারাবির নামাজ পড়ে ফেরার পথে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
X
Fresh