• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে আরও বেশি ভোট পেতাম : আরিফুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জুলাই ২০১৮, ১২:৫৭

সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে আরও ভোট পেত ধানের শীষ। এ জয় আমার নয়, এ জয় মহানগরবাসীর। নির্বাচন সুষ্ঠু হলে আরও বেশি ভোট পেতাম। বললেন বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার দিবাগত রাতে নিশ্চিত জয়ের পথে থাকা আরিফুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় একথা বলেন।

সিটি নির্বাচনে ১৩৪ ভোটকেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আরিফুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত কেন্দ্র দুটিতে ভোট ৪ হাজার ৭৮৭। তাই বলা যায় সিলেট সিটিতে আরিফুল হক চৌধুরীই বিজয়ী হচ্ছে। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। কারণ এ ব্যবধান এই দুই কেন্দ্রের ভোটে মিটিয়ে বদরউদ্দিন আহমদ কামরান এগিয়ে যেতে পারবেন না বলে মনে করছেন বিশ্লেষকরা।

অবশ্য এর আগে, কারচুপির অভিযোগ এনে আরিফুল হক চৌধুরী বলেছিলেন- জালভোট, কেন্দ্র দখলসহ শাসক দলের জবরদস্তির কারণে ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।