• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে হচ্ছে গ্যাস চুরি

অনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর ২০১৬, ১২:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে রয়েছে অর্ধশতাধিক সিএনজি ফিলিং স্টেশন। এরমধ্যে বেশ কিছু স্টেশনে গ্যাস চুরি হচ্ছে দীর্ঘদিন ধরে। অবৈধ সংযোগ ও মিটার কারসাজির মাধ্যমে গ্যাস চুরি করে থাকেন স্টেশন মালিকরা। একাজে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু অসাধু কর্মকর্তাও জড়িত বলে জানা গেছে।

এতে প্রতি মাসে কয়েক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। জালিয়াতির বিষয়টি ধরা পড়ায় এরইমধ্যে ১০টি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

তবে, জালিয়াতির বিষয়টি স্বীকার করেননি অভিযুক্তরা।

অবৈধ সংযোগ ও মিটার কারসাজির মাধ্যমে গ্যাস চুরি ঠেকাতে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান কর্তৃপক্ষ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh