• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কামরানের কেন্দ্রে আরিফুল জয়ী

সিলেট প্রতিনিধি

  ৩০ জুলাই ২০১৮, ২১:৫০

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নিজের কেন্দ্রেই হেরে গেলেন।

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন কামরান। এই কেন্দ্রের ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে ১৩০ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৭৭৬টি ভোট আর নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৬৪৬ ভোট।

এছাড়া জামায়াতের প্রার্থী (স্বতন্ত্র) এহসানুল মাহবুব জোবায়ের পেয়েছেন ২৬ ভোট।

এদিকে সর্বশেষ ১০৫টি কেন্দ্রের ফলাফলে জানা গেছে কামরান পেয়েছেন ৭০ হাজার আটশ’ ৯৪ ভোট। আরিফুল হক পেয়েছেন ৬৯ হাজার ছয়শ’ ৭৩ ভোট।

সিলেট সিটি করপোরেশনের নয়টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ 
যেসব অঞ্চলে বৃষ্টির আভাস
X
Fresh