• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তিন সিটিতেই নৌকা এগিয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৮, ১৮:৫৪

তিন সিটির সর্বশেষ প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৩৮টি কেন্দ্রের মধ্যে ৪০টির ফলাফল পাওয়া গেছে।

এসব কেন্দ্রের ফলাফলে এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) পেয়েছেন ৪৩ হাজার ৪৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ১৮ হাজার পাঁচ ভোট। এই সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন কামরান ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রে পেয়েছেন ১২ হাজার ২৮৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন নয় হাজার ২৩৫ ভোট। সিলেট সিটি করপোরেশনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২।

অপরদিকে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ৬টিতে ৪ হাজার ২০৮ ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আর বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন এক হাজার ৩৪৭ ভোট। বরিশাল সিটি করপোরেশনে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ১৬৬।

--------------------------------------------------------
আরও পড়ুন : নিজের ভোটই দেননি বুলবুল
--------------------------------------------------------

এর আগে সোমবার সকাল আটটায় রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ চলাকালে এই তিন সিটির বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোট কারচুপি ও ভোটারদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিভিন্ন ঘটনা ঘটেছে।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
মোজাম্বিক উপকূলে নৌকাডুবি, ৯০ জনেরও বেশি নিহত
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২
X
Fresh