• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক-৬, অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর ২০১৬, ২০:২৩

খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) আঞ্চলিক সমন্বয়কসহ ৬ জনকে আটক করা হয়েছে।

রোববার খাগড়াছড়ি জেলা শহরের পেরাছড়ার হেডম্যান পাড়ায় এ অভিযান চালানো হয়।

আটককৃত হলেন-উজ্জ্বল স্মৃতি চাকমা, সুমেন চাকমা, সন্দীপন চাকমা, বাবলু মারমা, রুপম চাকমা ও রনি ত্রিপুরা।

অভিযানে ১টি পিস্তল, ১টি এলজি, ১টি একনালা বন্দুক, ১টি রাইফেল ও সেনা পোশাক উদ্ধার করা হয়।

যৌথবাহিনী জানায়, সকাল পৌনে ১১ টার দিকে হেডম্যান পাড়ায় সংগঠনটির সামরিক মিটিং হবার কথা ছিলো। গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান আরটিভি অনলাইনকে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh