• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তেলের গাড়িতে ৩৬ হাজার ইয়াবা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৯ জুলাই ২০১৮, ১০:২৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় তেলবাহী একটি ট্যাংকার থেকে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার বটতলী বাজারে এই তল্লাশি অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতের নাম ইসমাইল (৩০)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, মেঘনা পেট্রোলিয়ামের ভাড়া করা একটি অয়েল ট্যাংকার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে গাড়িটি শহরের দিকে যাচ্ছিল।

তিনি বলেন, ট্যাংকারের ভেতরে বিশেষ কুঠুরি বানিয়ে ইয়াবাগুলো রাখা হয়েছিল। সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ভেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাবে না ভেবেছিল মাদক পাচারকারীরা। র‌্যাবের কক্সবাজারের টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই গাড়িতে তল্লাশি চালায়। গ্রেপ্তার হওয়া ইসমাইলের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh