• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘সারা রাত আমার মেয়ে আহাজারি করলেও কোনও চিকিৎসক আসেনি’

সাভার প্রতিনিধি

  ২৮ জুলাই ২০১৮, ১৭:৫৩

সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার রূপসী বাংলা হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম শেফালী আক্তার (২৪)। তিনি গাজীপুর সদর উপজেলার ইছড় গ্রামের সাকিবুল হাসালের স্ত্রী।

এ ঘটনার পর থেকে হাসপাতালের লোকজন পলাতক রয়েছেন।

নিহত ওই নারীর মা আমেনা আক্তার আরটিভি অনলাইনকে জানান, গেল ২৬ জুলাই বিকেলে প্রসব ব্যথা উঠলে শেফালী আক্তারকে এক দালালের মাধ্যমে রূপসী বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সিজার না করে হাসপাতালের ডাক্তার ওষুধ খাওয়ান। কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রোগীর অবস্থার অবনতি হয়। এসময় স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান হাসপাতালে কোনও চিকিৎসক নেই। এরপর আর রোগীর কোনও খবর নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শনিবার সকালে শেফালী আক্তার মারা যান।

--------------------------------------------------------
আরও পড়ুন: মধ্যরাতে শেষ হচ্ছে ৩ সিটির প্রচারণা, সোমবার ভোট
--------------------------------------------------------

এই ঘটনার পর থেকে হাসপাতালের লোকজন পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

আমেনা আক্তার আরও জানান, সারা রাত জ্বর ও শ্বাসকষ্টে আমার মেয়ে আহাজারি করলেও কোনও চিকিৎসক আসেনি। এমনকি অন্য হাসপাতালে নেবার চেষ্টা করা হলেও বাধা দেয় সোনার বাংলা হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই এনামুল আরটিভি অনলাইনকে বলেন, রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh