• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাসিকে ১৩৮টির মধ্যে ১১৪টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ

আমির ফয়সাল, রাজশাহী

  ২৬ জুলাই ২০১৮, ১৬:০৭

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সিটি করপোরেশন।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের অবকাঠামোগত অবস্থান, জনসংখ্যা, রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দিক বিবেচনা করে ১১৪টি কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই র্যা ব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েনের মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সাধারণ একটি ভোটকেন্দ্রে নিরাপত্তার কাজে সাতজন পুলিশ সদস্য ও ১৪ জন আনসার সদস্য থাকেন। তবে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোর প্রতিটিতে ১৬ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।