• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফের সক্রিয় ডাকাত-ছিনতাইকারী (ভিডিও)

আরটিভি অনলাইন

  ২৬ জুলাই ২০১৮, ১৩:৫৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফের সক্রিয় হয়ে উঠেছে ডাকাত-ছিনতাইকারী দলের সদস্যরা। বিশেষ করে ফেনীর লালপুল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা পর্যন্ত সাতটি পয়েন্টে নানা কৌশলে যানবাহনে ডাকাতি করে তারা। গত দু'বছরে র‌্যাবের অভিযানের মুখে কিছুটা কমলেও ডাকাতি বন্ধ হয়নি। তবে ডাকাতি প্রতিরোধে টহল জোরদারের পাশাপাশি আকস্মিক চেকপোস্ট বসানোসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিভিন্ন সূত্রে জানা যায়, মহাসড়কের চারটি অংশে তাদের আনাগোনা সবচেয়ে বেশি। ডাকাতদের প্রধান টার্গেট শিল্পপণ্য বোঝাই ট্রাক-কাভার্ডভ্যান। এ নিয়ে উদ্বেগে আছে ব্যবসায়ীরা।

দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দিনে-রাতে ৪০ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। এ মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে সক্রিয় বেশ কয়েকটি ডাকাত চক্রের অপতৎপরতা।

ওই রোডে গাড়ি চালকরা জানান, ঢাকা মহাসড়কে যখন যানজট বাড়ে তখনই এ ধরনের ছিনতাই ডাকাতি তৎপরতা বেড়ে যায়। গাড়ি চালকদের কাজ থেকে সাধারণত মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায় তারা। এ নিয়ে আতঙ্কে আছি আমরা।