• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে ককটেল বিস্ফোরণ, পুলিশ কর্মকর্তা আহত

স্টাফ রিপোর্টার, সিলেট

  ২৬ জুলাই ২০১৮, ০৯:৩০

ককটেল বিস্ফোরণে সিলেটের দক্ষিণ সুরমায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে।

আহতের নাম রায়হান উদ্দিন। তিনি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বে রয়েছেন।

রায়হান উদ্দিন জানান, ঘটনার সময় মোটরসাইকেলে কর্তব্যরত ছিলেন তিনি। এমন সময় মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এসআই রায়হান আহত হয়েছেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
X
Fresh