• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাঙামাটিতে পাহাড়ধসের আশঙ্কা

রাঙামাটি প্রতিনিধি

  ২৫ জুলাই ২০১৮, ১২:১৪

রাঙামাটিতে গেল রোববার থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।

বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিতে বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বলা হচ্ছে।

এরপর থেকেই পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনদের নিরাপদ আশ্রয়ের জন্য সরে যাওয়ার অনুরোধ করেন জনপ্রতিনিধিরা।

রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন জানান, গত বছর রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ১২০ জন নিহত, দুই শতাধিক লোক আহত ও অনেকেই ভিটেমাটি হারা হয়েছেন।