• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল শুরু

বান্দরবান প্রতিনিধি

  ২৫ জুলাই ২০১৮, ১০:৪৫

পানি নেমে যাওয়ায় একদিন পর বান্দরবান-রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে এই যান চলাচল শুরু হয়।

এর আগে বান্দরবান-রাঙামাটি সড়কের পুলপাড়া বেইলি ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেলে মঙ্গলবার সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গতকাল সন্ধ্যা থেকে বান্দরবানে বৃষ্টিপাত কম হওয়ায় সড়কের উপর থেকে পানি নেমে গেলে আজ সকাল থেকে এই যান চলাচল শুরু হয়।

এদিকে জেলার বিভিন্ন স্থানে মাটি ধসের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক আসলাম হোসেন আরটিভি অনলাইনকে জানান, পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঠেকাতে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ শহর ও উপজেলায় মাইকিং করছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সকলকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
X
Fresh