• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লোহাগড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, ৪ পুলিশ সদস্য আহত

নড়াইল প্রতিনিধি

  ২৪ জুলাই ২০১৮, ০৯:০৮

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছেন।

সোমবার রাত তিনটার দিকে উপজেলার কচুবাড়িয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান স্যুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে।

আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। তারা হলেন লোহাগড়া থানার এসআই মাহফুজুল হাসান, এএসআই প্রলয় চক্রবর্তী, কনস্টেবল মুরাদ ও টিটু। তাদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রবীর কুমার বিশ্বাস আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কচুবাড়িয়ার পশ্চিম পাড়ার গৌরাঙ্গ দত্তের বাঁশঝাড় এলাকায় ১০-১২ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ সেখানে যাওয়ার পর ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের একপর্যায়ে ডকাত দলের সদস্যরা পূর্বদিকে পালিয়ে যায়। গোলাগুলির শব্দে এলাকাবাসী হাজির হলে তাদের নিয়ে বাগানে তল্লাশিকালে গুলিবিদ্ধ অজ্ঞাতনামা এক ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। নিহত ডাকাতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh