• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, প্রতিমন্ত্রীর আত্মীয়সহ মৃত্যু ৪

রাজশাহী প্রতিনিধি

  ২২ জুলাই ২০১৮, ২১:৩৯

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভাতিজি, নাতি ও নাতনিসহ চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- আইসিটি প্রতিমন্ত্রীর খালাতো ভাই গোলাম কিবরিয়ার মেয়ে খাদিজাতুল কোবরা কেয়া(৩০), তার মেয়ে রায়সা খাতুন(৬) ও ছেলে আহানাব (৫) ও মাইক্রোবাসের ড্রাইভার পলক(৩৫)।

রোববার বিকেলে মাটিকাটা ব্রিজের কাছে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাইক্রোবাস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছে, সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে খাদিজাতুল কোবরা কেয়া ও রায়সা মারা যান। আহত আহানাব ও ড্রাইভারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাক ড্রাইভার পলাতক আছেন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না : পলক
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
X
Fresh