• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ককটেল বিস্ফোরণ মামলায় রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ২২ জুলাই ২০১৮, ১১:৪৩
রাজশাহীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু

রাজশাহীর সাগরপাড়ায় বিএনপির মনোনীত মেয়রপ্রার্থীর গণসংযোগে ককটেল বিস্ফোরণে মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ রোববার সকালে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা মন্টুর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সহপাঠীর প্রতিহিংসার শিকারে বিপাকে মেধাবী ছাত্রী তামান্না
--------------------------------------------------------

১৭ জুলাই মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলার মোড় এলাকায় বুলবুলের গণসংযোগস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওইদিন রাতেই মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে আট জনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 
X
Fresh