• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জমি নিয়ে বিরোধে আইনজীবীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

  ২১ জুলাই ২০১৮, ২১:১০

জমির বিরোধে টাঙ্গাইলের ঘাটাইলে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই রুবেল মিয়া।

শনিবার বিকেল চারটার দিকে উপজেলার সাগরদিঘীর বেতুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম ফরহাদ আলী (৩৬)। তিনি একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদিঘী বেতুয়াপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে অ্যাডভোকেট ফরহাদ আলীর সঙ্গে চাচা রফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেনের জমিজমা নিয়ে বিরোধ ছিল।

এই বিরোধের জের ধরে শনিবার বিকেল চারটার দিকে ফরহাদ আলীর বাড়িতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রফিকুলের ছেলে রুবেল চাপাতি দিয়ে কুপিয়ে ফরহাদকে গুরুতর আহত করে।

পরে ফরহাদকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই সাগরদিঘী পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন হত্যাকারী রুবেল।

এ ব্যাপারে ঘাটাইলের সাগরদীঘি পুঁলিশ ফাঁড়ির পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ সখীপুর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh