• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আসছে কুরবানি ঈদ, বাড়ছে গরু চুরি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ২১ জুলাই ২০১৮, ১৮:২৪

কুরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গরু চুরি বেড়েছে। গত এক মাসে মিরসরাই, রাউজান, হাটহাজারী ও লোহাগড়াসহ বিভিন্ন উপজেলায় প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। গরু চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন কৃষক ও খামারিরা।

লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানিয়েছেন, গরু চুরি রোধ করতে কমিউনিটি পুলিশকে কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে। গরু চুরি সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। চোরদের ধরতে পুলিশও কাজ করে যাচ্ছে।

খামারিরা জানান, কুরবানি ঈদকে সামনে রেখে চোরের দল প্রায়ই রাতে কোনও না কোনও বাড়িতে হানা দিচ্ছে। এক্ষেত্রে গরু চুরি করতে এসে এলাকাবাসীর হাতে চোরদের গণপিটুনি খাওয়ার মতো ঘটনা ঘটেছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, ১৩ জুলাই ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পিকআপে তল্লাশি চালিয়ে পাঁচটি চোরাই গরুসহ দুইজনকে আটক করে পুলিশ। পিকআপটিও জব্দ করা হয়। এই ঘটনার পর মিরসরাইয়ে আর এ ধরনের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন ওসি।