• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২১ জুলাই ২০১৮, ১৬:২২

পদ্মায় প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লউটিএ’র নৌ ট্রাফিকের সহকারি পরিচালক ফরিদুল আলম আরটিভি জানান, সকাল সাড়ে ১০টা থেকে প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের কারণে নদী উত্তাল হয়ে পরে। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

অপরদিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা ফেরি দিয়ে পার হচ্ছে। সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশত যাত্রীবাহী বাস নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা যায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঞ্চে ফিরছে ‘মাধব মালঞ্চী’
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
X
Fresh