• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুলাই ২০১৮, ১৪:২৯

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। প্রচণ্ড বাতাসের কারণে পদ্মানদীতে উত্তাল ঢেউয়ের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ এর ট্রাফিক ইনস্পেক্টর ফরিদুল আলম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

পাটুরিয়া ঘাটের ট্রাফিক ইনস্পেক্টর ফরিদুল আলম আরটিভি অনলাইনকে বলেন, সকাল সাড়ে দশটার পর থেকে প্রচণ্ড বাতাসে নদীতে উত্তাল ঢেউয়ের শুরু হয়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে তখন থেকে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে লঞ্চ বন্ধ রাখা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমিরসহ গ্রেপ্তার ২
--------------------------------------------------------

তবে লঞ্চ চলাচল না করলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে ওই নৌরুটে। এতে করে ফেরিতে করে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশত যাত্রীবাহী বাস নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি 
এমভি ফারহানের চালক পলাতক, বিআইডব্লিউটিএ’র নতুন সিদ্ধান্ত
নদীতে ব্রিজ তৈরিতে কম পিলার চান নৌ প্রতিমন্ত্রী
X
Fresh