• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বান্ধবীর বাল্যবিয়ে ঠেকালো দশম শ্রেণির তিন ছাত্রী

মৌলভীবাজার প্রতিনিধি

  ২০ জুলাই ২০১৮, ২১:২৪

বান্ধবীর বাল্যবিয়ে ঠেকাতে কোনও উপায় না পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন দশম শ্রেণির তিন ছাত্রী। থানায় গিয়ে তারা এই ব্যাপারে পুলিশের সাহায্য চান। পারিবারিক ও সামাজিক অবস্থার কথা বিবেচনা করে ব্যাপারটি গোপন রাখতে পুলিশকে প্রতিজ্ঞাবদ্ধ করান তারা। তাদেরকে দেয়া প্রতিজ্ঞা রেখে বিয়েটি ভেঙে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার মৌলভীবাজারে এই ঘটনা ঘটে। বাল্যবিয়ে ঠেকানো এই তিন কিশোরী মৌলভীবাজার সদর থানার মোস্তফাপুর ইউনিয়নের শাহ হেলাল স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আর তারা দ্বারস্থ হন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদের।

এই বিষয়ে সোহেল আহমদ বলেন, আমি তাদেরকে কথা দিয়েছি যে কারও নাম-ঠিকানা প্রকাশ করব না। তারা দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার তাদের এক বান্ধীর বয়স ১৮ হওয়ার আগেই তাকে বিয়ে দেয়া হচ্ছে শুনে তারা উদগ্রীব হয়ে পড়েন। বিয়ে ঠেকাতে তারা হাজির হন থানায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাল্যবিয়ে ঠেকাতে পেরেছি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
এডিসি ও এসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি
X
Fresh