• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এইচএসসিতে সফলতা

কোনও বাধাই দমিয়ে রাখতে পারেনি প্রতিবন্ধী স্নিগ্ধকে

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ২০ জুলাই ২০১৮, ১১:৪৩

কোনও বাধাই দমিয়ে রাখতে পারেনি পটুয়াখালীর শারিরীক প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থী রুবায়েত হাকিম স্নিগ্ধকে।

জীবন গড়ার দ্বিতীয় সিঁড়ি সাফল্যের সঙ্গে অতিক্রম করলেন এ প্রতিবন্ধী শিক্ষার্থী। বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে শারিরীক প্রতিবন্ধী রুবায়েত হাকিম স্নিগ্ধ জিপিএ- ৩ পয়েন্ট ৭৫ লাভ করেছেন।

যার দু’হাতের কব্জিতে শক্তি নেই, যে হাটতে পারেন না এবং মুখ দিয়ে ঠিকভাবে কথা বলতে পারেন না, সেই প্রতিবন্ধী ছেলেটি ৩ পয়েন্ট ৭৫ লাভ করবেন, এমনটি ভাবতেও পারেননি কলেজের শিক্ষক ও তার বাবা-মাসহ অভিভাবকরা। শুধু তা-ই নয়, স্নিগ্ধ তার মেধা ও মনোবল দিয়ে ধাপে ধাপে অর্জন করেছেন জেএসসি, এসএসসিসহ প্রতিটি সাফল্যের সিঁড়িও। তিনি এইচএসসিতেও সবাইকে অবাক করে দিয়ে এতো ভালো রেজাল্ট করেছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : জামালপুরে ট্রাক উল্টে নিহত ৩
--------------------------------------------------------

মেধাবী এই প্রতিবন্ধী শিক্ষার্থী রুবায়েত হাকিম স্নিগ্ধ পটুয়াখালী হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের মানবিক বিভাগের ছাত্র এবং তার পরীক্ষার কেন্দ্র ছিল পটুয়াখালী সরকারি কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা বিধি অনুযায়ী প্রতিবন্ধী হওয়ায় নির্ধারিত সময়ের পরও ২০ মিনিট অতিরিক্ত সময় পেতেন তিনি।