• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি

  ২০ জুলাই ২০১৮, ০৮:২৮

চট্টগ্রাম মহানগরীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা মাদকব্যবসায়ী।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মিমতা নুর রহমান।

মহানগরীর খুলশি থানাধীন কুখ্যাত মাদক স্পট ‘মতিঝর্না’ এলাকায় একটি মাদকবাহী মাইক্রোবাসের আরোহী মাদকব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব-৭ এর টহল দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

তিনি জানান, রাতে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিঝর্না এলাকায় একটি মাদকের চালান খালাস হবে। এই সংবাদের ভিত্তিতে টহল দলটি টাইগারপাসের পাশের একটি রাস্তায় অবস্থান নেয়। এই সময় ওই রাস্তা দিয়ে একটি মাইক্রোবাস যাওয়ার সময় র‌্যাবের টহল দলটি তাদের ধাওয়া করে। এক পযায়ে মাইক্রোবাসটি থেমে গেলে মাদকব্যবসায়ীরা র‌্যাবকে গুলি করলে, র‌্যাবও পাল্টা গুলি করে। পরবর্তীতে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। বাকিরা পালিয়ে যান। দুইজনের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি র‌্যাব।

এসময় দুইজন নিহত হন। মাইক্রোবাসের ভেতর থেকে ৮৫ কেজি গাঁজাসহ ১ টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh