• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাটোরে জেএমবির ৩ সক্রিয় সদস্যকে আটক

নাটোর প্রতিনিধি

  ১৯ জুলাই ২০১৮, ১৪:০১

নাটোরে জেএমবির ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩০), বড়াইগ্রাম উপজেলার গোনাইহাটি গ্রামের আমজাদ হোসেন (৪২) এবং লালপুর উপজেলার চৌষডাঙ্গা গ্রামের জহির উদ্দিন (৪০)।

র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল বুধবার মধ্যরাত দেড়টার দিকে সদর উপজেলার রুইয়েরভাগ এলাকায় এক অভিযান চালায়। এসময় ৫টি জিহাদি বই, মোবাইল ফোন ও সিমকার্ডসহ তাদের আটক করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গোপন মিটিং থেকে ১০-১২ জন সদস্য পালিয়ে যায়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া সদস্যদের আটক করার জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
X
Fresh